আমাদের কথা
২০২০ সালে শেরপুর জেলার সর্বপ্রথম উন্নত মানের ২০ শয্যা বিশিষ্ট সিট স্ক্যান মেশিন সহ বেসরকারী হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয় আবেদীন হাসপাতাল।
সেবার মন মানসিকতা নিয়ে আমাদের পথচলা। শতভাগ সেবার মন-মানসিকতা নিয়ে প্রতিষ্ঠিত আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠান। স্বাধীনতার পর থেকে অদ্যবধি পর্যন্ত কোন প্রাইভেট সেবামূলক প্রতিষ্ঠান শেরপুর প্রতিষ্ঠিত হয়নি।
শেরপুর- এর J & S Group পৃষ্টপোষকতা ও সার্বিক সহযোগিতায় এবং
অত্র প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ শেখ সাদি (ব্যবস্থাপনা পরিচালক) এর সমন্বয়ে ও অত্র এলাকার কিছু তরুন শিক্ষিত,
পেশাজীবি, চাকরীজীবি ও সমাজসেবকদের মহৎ উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
মিশন
** ইউনিয়ন ভিত্তিক হতদরিদ্র গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান।
** জেলা পর্যায়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ সার্জনদের নিয়ে বিনামূল্যে খৎনা ক্যাম্প।
** মানবতার সেবার লক্ষ্যে হতদরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
** স্থানীয় জনগণের সাময়িক সমস্যায় (দুর্যোগ,বন্যা,খরায়) রোগাক্রান্ত অসহায় মানুষের সেবা প্রদান।
** ব্যানার, পোষ্টার ও লিপলেটের মাধ্যমে বিভিন্ন জনসচেতনতামূলক (ডেঙ্গু,ডায়রিয়া,ডায়াবেটিস,ম্যালেরিয়া,এইচআইভি) অনুষ্ঠানের আয়োজন।
ভিশন
** জেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান।
যেমন- অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আউটডোর, ইনডোর পরিচালনা, উন্নতমানের ল্যাব, এক্স-রে,
আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, কেবিন, মহিলা ও পুরুষ ওয়ার্ড, বেবি কেয়ার সেন্টার, অপারেশন থিয়েটার, থেরাপি সেন্টার, আই কেয়ার সেন্টার, ডেন্টাল কেয়ার সেন্টার ও শীতাতাপ নিয়ন্ত্রিত ফার্মেসী দ্বারা অত্র প্রতিষ্টানে দিবা-রাত্রি সেবা প্রদান করা হয়।
ডাটাবেইজের মাধ্যমে গর্ভবতী ও প্রসূতি মা দের চেক-আপ, নরমাল ডেলিভারি ও সিজার করা।
** পল্লী ডাক্তারদের নিয়ে জেলা পর্যায়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে প্রসূতি, গর্ভবতি, শিশু, ডায়াবেটিস, মেডিসিন ও জরুরী বিভাগ সম্পর্কে উন্নত প্রশিক্ষণ প্রদান।
** সরকারি, বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট চুক্তির মাধ্যমে সেবা প্রদান।